পিএসএল ১১: বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন শুরু, আসছে দুই নতুন দল

0
পিএসএল ১১: বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন শুরু, আসছে দুই নতুন দল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বহুল প্রতীক্ষিত ১১তম আসরের দামামা বেজে উঠেছে। ‌‌‘ঐতিহাসিক’ এই আসরে অংশ নিতে ইচ্ছুক বিদেশি খেলোয়াড়দের জন্য নিবন্ধনের উইন্ডো উন্মুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বোর্ড।

পিসিবি জানিয়েছে, যে সকল বিদেশি খেলোয়াড় বা তাদের এজেন্টরা আসন্ন আসরে অংশ নিতে আগ্রহী, তাদের আগামী ২০ জানুয়ারির মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পিসিবি’র অফিসিয়াল ওয়েবসাইটে এই নিবন্ধনের লিংক পাওয়া যাচ্ছে।

পিএসএল ১১-কে বলা হচ্ছে লিগের ইতিহাসের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক আসর। ২০১৬ সালে যাত্রা শুরু করার পর দীর্ঘ সাত বছর ধরে ছয়টি দল নিয়ে আয়োজিত হলেও এবারই লিগে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, আগামী আসরে মোট আটটি দল শিরোপার জন্য লড়াই করবে।

পিসিবি’র মতে, এই সম্প্রসারণের ফলে বিদশি খেলোয়াড়দের জন্য আয়ের সুযোগ ও দলে অন্তর্ভুক্তির পরিধি আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে। বোর্ড সূত্রে জানা গেছে, নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির নিলাম আগামী ৮ জানুয়ারি তারিখে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। নিলাম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র: জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here