পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেয়ায় করবিন বশকে আইনি নোটিশ

0

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছিলেন প্রোটিয়া অলরাউন্ডার করবিন বশ। ডায়মন্ড ক্যাটাগরিতে তাকে দলে ভিড়িয়েছিল পেশাওয়ার জালমি। কিন্তু গত ৮ মার্চে মুম্বাই ইন্ডিয়ান্স ঘোষণা দেয়, লিজার্ড উইলিয়ামস চোটে ছিটকে পড়ায় তার বদলি হিসেবে বশকে নিচ্ছে। এখন পিএসএল রেখে আইপিএলে যাওয়ায় দক্ষিণ আফ্রিকান বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই অলরাউন্ডারের ওপর।

এই মৌসুমে প্রথমবার পাশাপাশি চলবে আইপিএল ও পিএসএল। ২২ মার্চ থেকে শুরু হয়ে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ শেষ হবে ২৫ মে। অন্যদিকে এপ্রিলের ১১ তারিখ থেকে পিএসএল মাঠে গড়াবে ১৮ মে পর্যন্ত।

একই সঙ্গে দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় অনেক খেলোয়াড় পিএসএল বাদ দিয়ে আইপিএলে চলে যেতে পারেন, এই আশঙ্কা থেকে পিএসএল ফ্রাঞ্চাইজিগুলো বশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী।

রবিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘ওই ক্রিকেটারের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং পেশাগত ও চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্তের ন্যায্যতা দেখাতে বলা হয়েছে। লিগ থেকে তার সরে যাওয়ার প্রতিক্রিয়া কী হতে পারে, পিসিবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে তা জানিয়ে দিয়ে উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছে। এই ব্যাপারে পিসিবি আর কোন মন্তব্য করবে না।’ তবে কত দিনের ভেতর উত্তর দিতে হবে, তা জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here