পিএসএল খেলতে যাওয়ার আগে যে বার্তা দিলেন নাহিদ

0

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর্দা উঠেছে গত ১১ এপ্রিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসরের শুরু থেকে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি নাহিদ রানাকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পর এনওসি পেয়েছেন তিনি। তাই আসরের মাঝপথে পিএসএলে যোগ দিচ্ছেন এই পেসার।

ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল খেলার উদ্দেশ্যে দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানে গেছেন টাইগার এই স্পিডস্টার। খেলবেন পেশোয়ার জালমির হয়ে। গোল্ড ক্যাটাগরিতে নাহিদকে সরাসরি নিয়েছে বাবর আজমের দল। পেশোয়ারে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন নাহিদ।

দেশ ছাড়ার আগে নাহিদ নিজের লক্ষ্যর কথা জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।’

পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছিলেন ৩৯ বাংলাদেশি। দল পান তিনজন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। চোটে পড়ে শুরুর আগেই পাকিস্তান থেকে ফেরেন লিটন। তবে রিশাদ দেখাচ্ছেন স্পিন ভেলকি। লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই লেগি। নাহিদকে গোল্ড ক্যাটাগরিতে টেনেছে পেশোয়ার জালমি।

টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে পেশোয়ার। আগামীকাল রাত ৯টায় কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে লড়বে নাহিদদের দল। ওই ম্যাচে হয়ত দেখা যাবে টাইগার স্পিডস্টারকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here