২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর। এ বছরের ১৩ ডিসেম্বর প্লেয়ার ড্রাফট। এই ড্রাফটে আছেন ২১ বাংলাদেশি ক্রিকেটার।
এর মধ্যে গোল্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ছয় জন। আজ সোমবার পিএসএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।
এর আগে জানা যায়, পিএসএল ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তামিম ইকবালরা।