পিএসএলে বাংলাদেশি তিন ক্রিকেটার, নাহিদের এনওসিতে শর্ত

0

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিটন ও রিশাদ পুরো আসরের জন্য এনওসি পেয়েছেন। তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ। বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমকে।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের দশম আসর। এর চার দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজে একটি টেস্ট খেলে তবেই পিএসএলে যাবেন নাহিদ। ফলে পুরো মৌসুমের জন্য তিনি এনওসি পাচ্ছেন না। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার আসরের প্রথম পাঁচটি ম্যাচ মিস করতে পারেন।

তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকবেন লিটন। তাই পিএসএলের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেটকিপার ব্যাটারের। অন্যদিকে, টেস্ট দলের ভাবনায় না থাকায় শুরু থেকেই খেলতে পারবেন রিশাদ।

কে কোন দলে
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে নিয়েছে লাহোর কালান্দার্স।

রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তাকে দেখা যাবে করাচি কিংসে।

এ ছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিডস্টারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here