পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজির নাম ও লোগো উন্মোচন

0
পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজির নাম ও লোগো উন্মোচন

আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ নতুন দুই ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে শিয়ালকোট ও হায়দরাবাদ। এর মধ্যে শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির মালিক কামিল খান বুধবার (২১ জানুয়ারি) দলের নাম ও লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন। কামিল খান জানিয়েছেন, দলটির নাম হবে ‘শিয়ালকোট স্ট্যালিয়নজ’। 

চলতি বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত নিলামে ১৮৫ কোটি পাকিস্তানি রুপি (১.৮৫ বিলিয়ন রুপি) দিয়ে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কিনেছিল ওজেড ডেভেলপার্স। নিলামের পর থেকেই গুঞ্জন ছিল, দলটির নাম হতে পারে শিয়ালকোট স্ট্যালিয়নজ। বুধবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নাম ঘোষণা করেন ফ্র্যাঞ্চাইজি মালিক কামিল খান।

নিজের এক্স  পোস্টে তিনি লিখেছেন,‘আপনারা আন্দাজ করেছিলেন, অপেক্ষা করেছিলেন। এবার গর্বের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি, শিয়ালকোট স্ট্যালিয়নজ।’

পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন,‘পাকিস্তান সুপার লিগের যাত্রার অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।’

পিএসএলের ১১তম আসর ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে। এ বছর লিগের ভেন্যু তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ফয়সালাবাদের নাম, যার মাধ্যমে শহরটি আবারও বড় ক্রিকেটের আলোয় ফিরছে এবং লিগের জাতীয় পরিসর আরও বিস্তৃত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here