পিএসএলে দল পাওয়ার পর রিশাদকে যা বলেছেন তামিম

0

এবারের বিপিএলে একই দল ফরচুন বরিশালে খেলছেন তামিম ইকবাল ও রিশাদ হোসেন। চট্টগ্রাম পর্বের প্রস্তুতিতে ব্যস্ত এখন বরিশাল দল। হঠাৎই বিপিএল ছাপিয়ে খবরের শিরোনাম হচ্ছে পিএসএল ড্রাফ্ট। তার বড় কারণ হচ্ছে, পিএসএলে ভিন্ন তিন দলে ডাক পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন।

রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স, যে দলে আগে খেলেছেন তামিম। দল পাওয়ার পরই তরুণ লেগ স্পিনারকে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিছুটা ধারণা দিয়ে রেখেছেন তার বরিশাল দলের অধিনায়ক।

দেশের বাইরের লিগে আগেও দুই দফায় দল পেলেও নানা জটিলতায় যাওয়া হয়নি রিশাদের। তবে এবার সব ঠিকঠাক থাকলে পিএসএলে পুরো মৌসুমই দেখা যেতে পারে ২২ বছর বয়সী লেগ স্পিনারকে।

পিএসএলে একাধিক শিরোপাজয়ী দুই দলের একটি লাহোর কালান্দার্স। ২০২২ ও ২০২৩ আসরে চ্যাম্পিয়ন হয় তারা।

২০২০ আসরে এই দলের হয়ে দুটি এলিমিনেটর ম্যাচ ও ফাইনাল খেলেছিলেন তামিম। এর আগে পিএসএলে তিন মৌসুমে ১৭টি ম্যাচ খেলেছেন তিনি পেশাওয়ার জালমির হয়ে। লাহোরের হয়ে ওই তিন ম্যাচে ভালো করতে পারেননি তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে একটি ধারণা তো হয়েছেই।

চট্টগ্রামে মঙ্গলবার বরিশালের অনুশীলনের ফাঁকে রিশাদ সংবাদমাধ্যমকে জানালেন, লাহোর দল নিয়ে তাকে ছোট্ট করে আশার কথা শুনিয়েছেন তামিম।

তিনি বলেন, ‘‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন যে, ‘পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে।’ এটাই বলেছেন তামিম ভাই।”

আবার এই দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবার বিপিএলে খেলে গেছেন বরিশালের হয়েই। সেখানে রিশাদকে আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের প্রতি লাহোরের আগ্রহের ক্ষেত্রে এই সংযোগের ভূমিকা থাকতেও পারে।

রিশাদ বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল যে, পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম যে, আমাকে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’ 

রিশাদের ধারণা, পরের মৌসুমে বাংলাদেশের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার সংখ্যা বাড়বে আরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here