পিএসএলে ডিআরএস বিতর্ক!

0

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গতকাল মুখোমুখি হয় কোয়েটা ও ইসলামাবাদ। এই ম্যাচে একটি আউটের বিরুদ্ধে রিভিউ নেওয়ার পর ভিন্ন ভিডিও দেখিয়ে সিদ্ধান্ত দেওয়ার অভিযোগ উঠেছে। 

ডিআরএস প্রযুক্তির ওই ভুলের কারণে আউট হওয়া থেকে বেঁচে যান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক রাইলি রুশো। এরপর তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেডও ম্যাচটি ৩ উইকেটে হেরে যায়। এরপর থেকেই ডিআরএসের সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তুঙ্গে। এ নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে হক-আই প্রযুক্তি।

কিন্তু মাঠের বড় স্ক্রিনে সেই ভিডিও দেখে হতভম্ব হয়ে যান ইসলামাবাদের ফিল্ডাররা। আলিম দার নিজেও সেটি বিশ্বাস করতে পারছিলেন না। তবে বল-ট্র্যাকিংয়ের আগে স্লো মোশন ভিডিওতে দেখা যায়, সিদ্ধান্ত পাল্টানোর ক্ষেত্রে বলের ইমপ্যাক্ট পয়েন্ট যেখানে দেখানো হয়েছে, আর যে জায়গায় বল আসলেই প্যাডে লেগেছে—দুটির মধ্যে পার্থক্য আছে।

অথচ রিভিউ’র সিদ্ধান্তে নটআউঠ হয়ে পুনরায় ব্যাট চালিয়ে যান রুশো। ১৩ রানে বেঁচে যাওয়া এই প্রোটিয়া ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন। এমনটি ম্যাচসেরাও হন তিনি। 

ম্যাচ শেষে যা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেন ইসলামাবাদ অধিনায়ক শাদাব খান। যা নিয়ে পরদিন সমালোচনার ঝড় উঠলে, হক-আই নিজেদের ভুল স্বীকার করে পিসিবির কাছে ক্ষমা চেয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here