পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন লিটন-রিশাদ-নাহিদ

0

লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। ২০ এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। এ কারনে লিটন-রিশাদ-রানার পিএসএলে খেলা নিয়ে শঙ্কা ছিল। 

লিটন ও রিশাদকে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেওয়া হলেও টুর্নামেন্টের মাঝামাঝি সময় খেলতে যাবেন রানা। কারণ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন রানা।

পিএসএলে লিটনকে করাচি কিংস, রিশাদকে লাহোর কালান্দার্স এবং রানাকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। প্রথমবারের মত কোন বৈশ্বিক টি-২০ লিগে খেলার সুযোগ রানার সামনে।

গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেলেও বিভিন্ন কারণে যাননি রিশাদ। পিএসএল দিয়ে বৈশ্বিক টি-২০ লিগ লিগে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী রিশাদের। 

প্রথমবারের মত পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন লিটন। এর আগে আইপিএল, সিপিএল ও লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন তিনি।

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের ড্রাফটের ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে রানা, সিলভার ক্যাটাগরি থেকে লিটন এবং রিশাদ দল পায়। ছয় দলের পিএসএলে চারটি ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ মে লাহোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here