সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানায় কোয়েটা। গত আট বছর দলটির কোচের দায়িত্বে থাকা পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান মইন খান এখন টিম ডিরেক্টরের ভূমিকায় থাকবেন।
পিএসএলের প্রথম চার আসরের তিনটিতেই ফাইনালে খেলেছিল কোয়েটা। ২০১৯ সালে হয়েছিল চ্যাম্পিয়ন। সেই দলের অংশ ছিলেন ওয়াটসনও। এর আগের বছর তাকে দলে টানে কোয়েটা। সব মিলিয়ে এই দলের হয়ে তিনি খেলেন তিন মৌসুম এবং ব্যাট হাতে সময়টা দারুণ কাটে তার।
২০১৯ সালে কোয়েটার শিরোপা জয়ের পথে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন ওয়াটসন। ১৪৩.৮১ স্ট্রাইক রেটে করেন ৪৩০ রান। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব। তবে গত চার আসরে কোয়েটার সময় ভালো কাটেনি। এই সময়ে কখনও প্লে-অফেই জায়গা করে নিতে পারেনি তারা।
২০২০ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন ওয়াটসন। এরপর ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। চলতি বছরের শুরুতে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের দায়িত্ব নেন দুবারের বিশ্বকাপ জয়ী ওয়াটসন।