পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতাহার আলী

0

পিএসএলের দশম আসরের জন্য ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে মাইক্রোফোন হাতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে দেখা যাবে আতাহার আলীকে।

এর আগে, দেশের ক্রিকেটে খেলাগুলোতেই ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে বাংলাদেশের আতাহার আলীকে। ছিলেন অনেক আইসিসি ইভেন্টেও। এবার বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলেও দেখা যাবে তাকে।

এ ছাড়া পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে। অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও থাকছেন ধারাভাষ্য প্যানেলে।

পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক-আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।

উল্লেখ্য, ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। চলবে ১৮ মে পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here