দুর্ভোগ দুর্দশা যেন কমছে না রাঙামাটির বানভাসিদের। একদিকে পনিবন্দি জীবন, অন্যদিকে খাদ্য সংকট। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। নেই বিশুদ্ধ পানিও।
এদিকে পানি কমেছে বিলাইছড়ি উপজেলার বেশ কিছু ইউনিয়নে। তবে পানি কমলেও বিধ্বস্ত হয়ে গেছে বসত ঘর, দোকান পাট, সড়ক ও হাটবাজর। এতে ভোগান্তি আরও বেড়েছে ক্ষতিগ্রস্তদের। তবে এরই মধ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সহায়তার হাত বাড়িয়েছে সেনাবাহিনী।
অন্যদিকে এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট সেনা জোন। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ৬ইস্ট বেঙ্গল বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তৌহিদুর রহমান। এসময় বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির তারেক, সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সংরক্ষিত নারী সদস্য সুমিতা রানী চাকমা উপস্থিত ছিলেন।