পাহাড়ের সুবিধাবঞ্চিতদের সহায়তা দিল বিজিবি

0
পাহাড়ের সুবিধাবঞ্চিতদের সহায়তা দিল বিজিবি

পাহাড়ের দরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি ছোট হরিণা (১২ ব্যাটালিয়ন বিজিবি) জোন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে তাদের সহায়তা তুলে দেন রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল আহসান হাবীব। 

এসময় বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি ছোট হরিণা জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক কোয়াটার মাস্টার মাসুদ রানা উপস্থিত ছিলেন।

রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল আহসান হাবীব বলেন, পাহাড়ের সীমান্ত রক্ষা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি বিজিবি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। বিজিবি চেষ্টা করছে পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীদের পাশে থেকে তাদের সহায়তা করতে। বিজিবি এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

পরে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল আহসান হাবীব সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির বরকল উপজেলার হরিণা জোনের আওতাধীন ভূষণছড়া এবং বড়হরিণা এলাকার মসজিদ, মাদ্রাসা ও বৌদ্ধ বিহারে আর্থিক অনুদান প্রদান করেন। 

এসময় শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন, অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক

অনুদান ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন (ষ্ট্যান্ডসহ) এবং গবাদি পশু (ছাগল) দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় শিক্ষার্থীদের মনোবল উজ্জীবিত করার লক্ষ্যে খেলাধুলা সামগ্রী বিতরণ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here