পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দিলো সেনাবাহিনী

0

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের জন্য সহায়তা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন। সোমবার সকাল ১০টায় রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক মাঠে এ সহায়তা বিতরণ করেন রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। এ সময় রাঙামাটি রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার জি টু আই মেজর আসফিকুর রহমান উপস্থিত ছিলেন।
সহায়তা হিসেবে দেওয়া হয় নারীদের সেলাই মেশিন, দরিদ্র পরিবারকে ঘর মেরামোত করার জন্য ঢেউটিন, বৃদ্ধদের হুইল চেয়ার, মাদরাসার শিক্ষার্থীদের জন্য বেঞ্চ, চিকিৎসাসহ অন্যান্য সহায়তার জন্য মোট ১ লাখ ৬৬ হাজার টাকা।

রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তা দিয়ে যাচ্ছে। পার্বত্যাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বেকারদের আত্মকর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে সেনাবাহিনীর এ সহায়তামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here