খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে গেল বৃহস্পতিবার আটক রোহিঙ্গা যুবক মো. মাতালমকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানিতে এ আদেশ দেন।
একইসাথে আটক রোহিঙ্গা যুবকের নামে ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন করতে সহযোগিতাকারীদের সংশ্লিষ্ট মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দেন আদালত। বিষয়টি তদন্তে দুদককে অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।