সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই মাসে যে গণঅভ্যুত্থান হয়েছে। এটি কিন্তু এক বা দুই দিনের ঘটনা নয়। ১৬ বছরের ক্ষোভ, আর এর কারণেই আজ ফ্যাসিস্ট সরকার পাশের দেশে পালিয়ে গেছে। তারা আজ পাশের দেশে বসে কীভাবে দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করা যায়, সে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের সতর্ক থেকে তার মোকাবিলা করতে হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমি মনে করি বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুই ভাগ করা যাবে না। এটি অত্যন্ত বিপজ্জনক খেলা। এ খেলা কিংবা এ ফাঁদে বাংলাদেশের মানুষ পা দেবে না। আপনারা এ বিপজ্জনক খেলার ফাঁদ থেকে সতর্ক থাকবেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ডক্টর ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দর্শনার্থীরা।