ক্রমেই চরম আকার ধারণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধ। এরই মধ্যে পাল্টা পদক্ষেপ হিসেব যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করার ঘোষণা দিয়েছে চীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর উচ্চতর শুল্ক কার্যকর করার পাল্টা পদক্ষেপ হিসেবে বুধবার এ ঘোষণা দিল চীনের অর্থ মন্ত্রণালয়।
চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অতিরিক্ত শুল্ক হার ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করা হবে। বৃহস্পতিবার দুপুর ১২টা ১ মিনিট থেকে এই বাড়তি শুল্ক কার্যকর হবে। সূত্র: আল-জাজিরা, বিবিসি, এনবিসি নিউজ, সিএনএন