পাল্টা অভিযানের জন্য ছয় মাস ধরে ইউক্রেনের সেনাদের প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র

0

মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের জন্য প্রায় ছয় মাস ধরে ইউক্রেনের সেনাদেরকে প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত এক নিরাপত্তা ফোরামে দেয়া বক্তৃতায় নুল্যান্ড একথা বলেছেন। 

তিনি আরো বলেন, “ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের যে পরিকল্পনা করেছে তার জন্য আমরা গত ৪-৫ মাস ধরে কাজ করেছি। এরই মধ্যে আমরা ইউক্রেনের সরকার এবং সামরিক ও বেসামরিক মিত্রদের সঙ্গে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেছি।” মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে তিনি ভিডিও লিংকের মাধ্যমে বক্তৃতা করেন।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here