পার্লামেন্টে যৌন হেনস্থা, যে বর্ণনা দিলেন অস্ট্রেলিয়ার নারী এমপি

0

পার্লামেন্ট ভবনেই কীভাবে এক ক্ষমতাধর ব্যক্তির কাছে যৌন হেনস্থার শিকার হয়েছেন, তার বিষদ বর্ণনা তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার নারী আইনপ্রণেতা লিডিয়া থ্রোপ। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনও নারীদের জন্য নিরাপদ নয়। 

কান্না জড়ানো এক বিবৃতিতে এই নারী পার্লামেন্ট সদস্য জানিয়েছেন, সিড়ির একটি কোণায় তাকে এক ক্ষমতাবান ব্যক্তি শিষ্টাচার বহির্ভূতভাবে স্পর্শ করেন এবং যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। 

বৃহস্পতিবার আবার তিনি রক্ষণশীল নেতা ডেভিড ভ্যানের বিরুদ্ধে নিজের অভিযোগ পুনর্ব্যক্ত করেন। যদিও ডেভিড এই অভিযোগ অস্বীকার করেছেন।

ভ্যানের দাবি, এই অভিযোগ পুরোপুরি অসত্য। অবশ্য, সিনেটর ভ্যানের দল লিবারেল পার্টি বৃহস্পতিবারই এই অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করেছে।

আর থ্রোপ জানিয়েছেন, এই ঘটনার পর তিনি নিজ কার্যালয়ের বাইরে বের হতেও ভয় পাচ্ছেন। তার দাবি, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের আরো অনেক নারী একই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন। 

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here