ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌশাখা পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের আশেপাশে দুই দিনব্যাপী এক বিশাল নৌ মহড়া শুরু করতে যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। আইআরজিসি নৌ-বাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, এই মহড়াটি ২০১৬ সালে নিহত আইআরজিসি নৌ-বাহিনীর বিশেষ বাহিনীর প্রতিষ্ঠাতা কমান্ডার মোহাম্মদ নাজেরীর নামে উৎসর্গ করা হয়েছে। এটি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা দুই দিন চলবে। হরমুজ প্রণালী বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যেখানে ইরান এর আগেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নৌ চলাচল সীমিত করার হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে, এই সপ্তাহের গোড়ার দিকে ইরান পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ সংলগ্ন শাবেশতারের আশেপাশে সাহান্দ-২০২৫ নামে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পাঁচ দিনের সন্ত্রাসবিরোধী মহড়া শুরু করেছিল। এটি পরিচালনা করেছিল আইআরজিসির স্থল বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ কর্তৃক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এসসিওর আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামোর ইনপুটের ভিত্তিতে নকশা করা এই মহড়ার মূল লক্ষ্য ছিল এসসিও ব্লকের তিনটি মন্দ সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থাকে প্রতিহত করা।

