পারমাণবিক ক্ষেপণাস্ত্র-ড্রোনের উপস্থিতিতে উত্তর কোরিয়ায় প্যারেড

0

কোরিয়া যুদ্ধের ৭০তম বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিবাদন গ্রহণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

কিমের দুই পাশে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতা লি হংঝং।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, পরমাণু অস্ত্র বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ও নতুন ড্রোন ছিল প্যারেডের অন্যতম আকর্ষণ। দুইটি অস্ত্রই উত্তর কোরিয়ার সেনার হাতে সদ্য তুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কিম ইল সুং স্কোয়ারে এই প্যারেড অনুষ্ঠিত হয়। একটা বারান্দা থেকে তা দেখেন কিম জন উন, সের্গেই শোইগু, লি হংঝং ও অন্যরা। উপগ্রহ ছবিতে দেখা গেছে, এই প্যারেড দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন।

করোনার পর এই প্রথম কোনো বিদেশি নেতা উত্তর কোরিয়ায় গেলেন। সের্গেই শোইগু ও লি হংঝংয়ের উপস্থিতি তাই গুরুত্বপূর্ণ।

তাছাড়া রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এখন আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দুনিয়ার সঙ্গে রাশিয়া ও তার সহয়োগী দেশের বিরোধ তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের নেতার উপস্থিতিতে ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল প্যারেডে হাজির করলো উত্তর কোরিয়া। এই মিসাইল আমেরিকায় গিয়ে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here