পায়রায় ভেড়া দ্বিতীয় জাহাজের কয়লা খালাস চলবে মঙ্গলবার পর্যন্ত

0

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ থেকে কয়লা খালাস করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেটিতে নোঙরের এক ঘণ্টা পরেই এমভি পাভো ব্রেইভ নামে জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে।

এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে এমভি পাভো ব্রেইভ মাদার ভ্যাসেলটি কয়লা নিয়ে পায়রা বন্দরের দিকে যাত্রা করে। গত শনিবার রাতে জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙরে আসে। রবিবার সকাল সাড়ে ১০টার পরে জাহাজটি ১০ মিটার অধিক গভীরতার ইনার অ্যাংকরেজে নেওয়া হয়।

টানা ২০ দিন পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা জাহাজ পায়রা বন্দরে আসে। এ জাহাজ থেকে কয়লা খালাসের পর ২৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চালু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here