পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা; চালকসহ যুবদলের সাবেক নেতা কারাগারে

0
পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা; চালকসহ যুবদলের সাবেক নেতা কারাগারে

রাজবাড়ী সদর উপজেলায় গোয়ালন্দ মোড়ে রিপন সাহা (৩০) নামের তেলের পাম্পের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযুক্ত জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজনসহ (৫৪) তার গাড়ি চালক মো. কামাল হোসেন সরদারকে (৪৩) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার বিকালে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদের। এসময় আদালতের বিচারক মো. সহসীন হাসান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আবুল হাসেম সুজনের গাড়ি চালক মো. কামাল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আবুল হাসেম সুজন ২০১৯ সালে যুবদলের সভাপতির পদ থেকে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগের পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করেন।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর ইউনিয়নের পবিত্র সাহার ছেলে। রিপন দেড় বছর পূর্বে গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে অয়েলম্যান হিসাবে কাজ করছিলেন। শুক্রবার ভোরে নিজের জিপ গাড়িতে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন আবুল হাসেন সুজনসহ তার চালক কামাল। অয়েলম্যানের কাছে ৫ হাজার টাকা তেল নেওয়ার অনুরোধ করেন আবুল হাসেম সুজন। এ সময় টাকা না দিয়ে ফিলিং স্টেশন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সুজন। রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করেন। ওই সময় গাড়িচাপা দিয়ে হত্যা করা হয় রিপনকে। 

এ ঘটনায় রিপন সাহার ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাহাবুদ্দিন খান বলেন, গাড়ি চালক কামাল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে আবুল হাসেম সুজন ও তার গাড়ি চালক কামালকে কারাগারে প্রেরণের আদেশ দেন। দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here