পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান

0
পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান

শেরপুরের কৃতি সন্তান ডা. মোহাম্মদ মিজানুর রহমান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএইচএবি)-এর মহাসচিব নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডা. মিজান শেরপুর পৌরসভার গৌরিপুর এলাকার প্রয়াত শিক্ষাবিদ আবদুর রহিম মাস্টারের ছেলে। তিনি এসএসএমসি ও এমএইচ থেকে স্নাতক ডিগ্রি এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

তিনি যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক লিডার প্রোগ্রাম-এর লিডারশিপ ফেলো এবং আন্তর্জাতিক জনস্বাস্থ্য স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, সুদান, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করেছেন। বর্তমানে তিনি জাতিসংঘের অধীনে দায়িত্ব পালন করছেন।

পিএইচএবি সূত্রে জানা গেছে, দেশের জনস্বাস্থ্য খাতে সক্রিয় চিকিৎসকদের একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি কাজ করছে। জনস্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবার মান উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে।

২০ সদস্যের এই নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সৈয়দ ওমর খৈয়ম। নবনির্বাচিত কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here