সাধারণত বাসস্টেশন, বিমানবন্দর ও শপিং মলে এমন পাবলিক চার্জিং স্টেশন থাকে। যাত্রাকালে ফোনের চার্জের প্রয়োজনে যাত্রীরা এসব চার্জার ব্যবহার করে থাকেন। আর সে সুযোগটি কাজে লাগাতে পারে নানা অপরাধী চক্র। ভাবছেন কীভাবে? এ ক্ষেত্রে ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় ঝুঁকি।
মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সম্প্রতি দেশটির নাগরিকদের পাবলিক চার্জিং স্টেশনে ফোন চার্জ না করতে সতর্ক করেছে। এফবিআই জানিয়েছে, এ ক্ষেত্রে ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এফবিআইয়ের ডেনভার শাখার এক টুইটে বলা হয়েছে, ব্যবহারকারীদের ফোনে ক্ষতিকর ভাইরাস বা সফটওয়্যার ছড়িয়ে দেওয়ার জন্য অপরাধী চক্র এ চার্জিং স্টেশনগুলোকে ব্যবহার করে। তারা আরও জানিয়েছে, নিজের চার্জার এবং ইউএসবি ক্যাবল সঙ্গে রাখুন এবং ফোন চার্জের জন্য অন্য কোনো ইলেকট্রিক্যাল আউটলেট ব্যবহার করুন। ব্যাটারির চার্জ কমে গেলে পাবলিক চার্জিং স্টেশনে অসংখ্য মানুষ প্রতিনিয়ত তাদের মোবাইলে চার্জ দেন। তবে বিশেষজ্ঞরা অনেক বছর ধরেই এসব চার্জিং স্টেশনের ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দিয়ে আসছিলেন। ২০১১ সালে পাবলিক চার্জিং স্টেশনগুলোর ঝুঁকি ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা ‘জুস জ্যাকিং’ টার্মটি ব্যবহার করেছিলেন। নিরাপত্তা সংস্থা অথেনটিকেট ৮-এর সাবেক কর্মী ড্রু পাইক বলেন, ‘নিরাপত্তার ঝুঁঁকিসম্পন্ন কোনো চার্জারের সঙ্গে আপনার ফোনটি প্লাগ ইন করলেই এটি ঝুঁকির মধ্যে পড়ে, ফলে আপনার মোবাইলে থাকা সব তথ্যও বেহাত হতে পারে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) সম্প্রতি তাদের একটি ব্লগ পোস্টেও পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার সম্পর্কে মানুষকে সতর্ক করেছে। এফসিসি বলেছে, এসব চার্জিং স্টেশন থেকে ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হতে পারে এবং হ্যাকাররা ফোনের পাসওয়ার্ড পরিবর্তনসহ সব ধরনের তথ্যে অবাধ প্রবেশাধিকার পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অপরাধীরা ইচ্ছাকৃতভাবেই চার্জিং স্টেশনে ক্ষতিকর ক্যাবল সংযুক্ত করে রাখে।