পাবনার সুজানগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

0
পাবনার সুজানগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পাবনার সুজানগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি উপজেলার মথুরাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন মো. মাহতাব উদ্দিন শেখ (৪৫) ও তার স্ত্রী শিখা খাতুন।  এসময়  ৫০পিস ইয়াবা জব্দ করা হয়।

সুজানগর থানার ডিউটি অফিসার মোঃ সাব্বির হোসেন জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহতাব শেখ ও তার স্ত্রী শিখা খাতুন দীর্ঘদিন নিজ বাড়িতে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিল। শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিনের নেতৃত্বে এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে বাড়ি তল্লাশী করে ৫০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here