পাবনায় সাবেক সাব-রেজিস্ট্রারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

0

সরকারের খাস জমি জাল জালিয়াতির মাধ্যমে ব্যক্তির নামে রেজিষ্ট্রি করে দেয়ার অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সাবেক সাব-রেজিষ্ট্রার আব্দুল হান্নাসসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় পাবনার উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

দুদকের মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামীরা অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারের ১ নং খাস খতিয়ানভুক্ত দড়িনাড়িচা মৌজার দু’টি খতিয়ান থেকে ৩ শতাংশ জমি জালিয়াতির আশ্রয় নিয়ে ব্যক্তির নামের রেজিষ্ট্রি করে দেন। দলিল লেখক আবুল কালাম আজাদ খতিয়ান, মৌজা ও দাগ এবং খাজনা খারিজ করে দলিল লেখা সম্পাদন করার পর সাব রেজিষ্ট্রার আব্দুল হান্নানের নিকট উপস্থাপন করেন। সাব রেজিষ্ট্রার আব্দুল হান্নান অনৈতিক পন্থায় কোন কাগজপত্র যাচাই বাছাই না করেই ২২০৪ নং দলিলে ১৩/০৪/২০১৬ ইং তারিখে একই এলাকার তাসলিমা আক্তার মুন্নীর নামে রেজিষ্ট্রি করেন দেন। যা সরকারি সম্পত্তি আত্মসাতের সামিল এবং দুদকের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন বলেন, আসামিরা সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক খায়ারুল হক বলেন, সরকারী সম্পত্তি এভাবে রেজিস্ট্রি করার অপরাধে মামলাটি হয়েছে। বিস্তারিত বিচার কার্য শেষ না হলে বলা যাবে না বলেও জানান তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here