পাবনায় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

0

পাবনায় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলার ৮টি স্কুলের ২৪ জন বিতার্কিক অংশ নেয়। শতাধিক ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং পাবনা জেলা স্কুল রানার্স আপ হয়। পাবনা জেলা স্কুলের তামিম উদ্দিন খান শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আশরাফুল ইসলাম, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক শহীদুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ।

অনুষ্ঠানের মডারেটর ছিলেন সাহিত্য বিতর্ক ক্লাব, পাবনার সভাপতি ড. মনছুর আলম। বিচারকের দায়িত্ব পালন করেন সিনসা সাহিত্য বিতর্ক ক্লাব, পাবনার সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, অধ্যক্ষ জেবুন্নেচ্ছা ববিন ও খান আনোয়ার হোসেন। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার এবং ক্রেস্ট বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here