পিতার লাইসেন্সকৃত অস্ত্র অবৈধভাবে প্রদর্শর করার অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভা মেয়রের ছেলে কামরুল হাসান সজয়কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় লাইসেন্সকৃত পিস্তলটি জব্দ করা হয়।
আটক সজয় ফরিদপুর পৌর সদরের রাউত নাগদাপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা কামরুজ্জামান মাজেদ ফরিদপুর পৌরসভার মেয়র।
ফরিদপুর পৌর মেয়র কামরুজ্জামান মাজেদ বলেন, বিষয়টি শুনেছি। এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না সেটা পুলিশকে খতিয়ে দেখতে বলেছি।