পাবনায় তিন মাদক ব্যবসায়ী আটক

0

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ৪০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতের দিকে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের গজারমারা এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, মন্ডুতোষ ইউনিয়নের গজারমারা গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে জাকির হোসেন (২৫), মোঃ ইদ্রিস হোসেনের ছেলে সেলিম হোসেন (২২) ও মোঃ ইসমাইল হোসেনের ছেলে মিন্টু হোসেন (২০)। আটকের বিষয়টি ওসি নিজেই নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলেও জানান তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here