পাবনায় গরু চুরির প্রতিবাদে খামারীদের সড়ক অবরোধ

0
পাবনায় গরু চুরির প্রতিবাদে খামারীদের সড়ক অবরোধ

পাবনার কয়েকটি গ্রামের কৃষক ও খামারীরা গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় পাবনা-সুজানগর সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ছোটবটতলা এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে কয়েকশত কৃষক, খামারী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এর ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত খামারীরা অভিযোগ করেন, গত দুই বছরের মধ্যে প্রায় অর্ধশতাধিক কৃষকের গরু ও ছাগল চুরি হয়েছে। তারা জানান, থানায় অভিযোগ দাখিল করলেও এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা আরও দাবি করেন, গত এক মাসে একশ’র বেশি গরু চুরি হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে এসে আসামি গ্রেফতারের আশ্বাস দিলে খামারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। মানববন্ধনে শামসুর রহমান মাষ্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল আজিজ খান, আব্দুল খালেক খান ও সাইদুল ইসলাম ছাপ্পানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, কোলাদীতে একজন কৃষকের ৬টি গরু চুরির অভিযোগ পেয়েছি এবং মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তিনি এলাকাবাসীকেও খামার পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here