‘পাফ ড্যাডি’ নিয়ে ওটিটিতে আসছেন পরীমণি, ফার্স্টলুক প্রকাশ

0

ঢালিউড নায়িকা পরীমণি তিন বছর আগে ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছিলেন। বাকি ছিল ডাবিংয়ের কাজ। সম্প্রতি ডাবিংও শেষ করেছেন। দিন কয়েক আগে সেই আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই চিত্রনায়িকা।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির ফার্স্টলুক পোস্টার। যেখানে দেখা যাচ্ছে, আজাদ আবুল কালামকে। তিনি একটি কালো চশমা পরে আছেন। আর চশমার দুই গ্লাসে ভেসে উঠেছে দু’টি মুখ। একটি পরীমণির, অন্যটি সজলের।

শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। পরীমণি ছাড়াও এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ প্রমুখ।

২০২০ সালে যখন পাফ ড্যাডির কাজ শুরু হয়েছিল তখন বলা হয়েছিল, এটি ৭ পর্বের ওয়েব সিরিজ। পরে সিনেমা হিসেবেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বদল হয়েছে নির্মাতার নামও। ‘পাফ ড্যাডি’ শুরু করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। কিছু অংশ শুটিং করার পর তিনি সরে দাঁড়ালে কাজটি যৌথভাবে শেষ করেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here