পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে নিহত বেড়ে ৬৭০, অনেকে নিখোঁজ

0

গত শুক্রবার (২৪ মে) পাপুয়া নিউ গিনির একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণহানি বেড়ে ৬৭০ জনে দাঁড়িয়েছে। ভূমিধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া পাবর্ত্য এই গ্রামের আরও অনেক বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

আজ রবিবার ফরাসি বার্তা সংস্থা এপির বরাতে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে হতাহতের এই পরিসংখ্যান জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। 

তিনি বলেন, সেখানকার পরিস্থিতি ভয়াবহ এবং এখনও ভূমিধস ঘটছে। পানি প্রবাহিত হওয়ায় সেখানকার প্রত্যেকের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। গ্রামটিতে কমপক্ষে এক হাজারের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ভূমিধসের শিকার গ্রামটির ফসলি জমি ক্ষতিগ্রস্তের পাশাপাশি এর পানি সরবরাহ ব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here