ক্রিকেটারদের শাস্তি দিলে নিজেকেই বিপদে পড়তে হয় বলে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, যে কোনো অনিয়ম নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির পথে হাঁটতো তখন দেশের মানুষ এটাকে গ্রহণ করতো না।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মিরপুর টেস্ট চতুর্থ দিনেই শেষ হয়েছে। ম্যাচটি শেষেই গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।