পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চান্দিনায় নানার বাড়িতে পানিতে ডুবে মো. রাফি নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কেরণখাল ইউনিয়নের নুরিতলা সওদাগর বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত মো. রাফি নুরিতলা গ্রামের শাহিদা আক্তারের ছেলে। 

মায়ের সাথে সে নানার বাড়িতেই বেড়ে উঠছিলো। একই জেলার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাবুল মিয়ার সাথে শাহিদা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন শাহিদা। নিহতের মামা আবু হানিফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার খেলতে গিয়ে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যান রাফি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে। পুকুর থকে তাকে মৃত অবস্থায় উঠানো হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here