পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের

0

ফরিদপুরের নগরকান্দায় একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

বুধবার (০৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই-বোনের নাম আবু বক্কর (৫) ও নাহিদা আক্তার (৪)। তাদের মধ্যে আবু বক্কর আলগাদিয়া গ্রামের মো. জাফর সেখের একমাত্র ছেলে ও নাহিদা আক্তার শফিকুল ইসলামের মেয়ে। 

তিনি আরও জানান, জাফর শেখ বিয়ের ১২ বছর পর সন্তানের বাবা হন। তাই একমাত্র ছেলেকে হারিয়ে তার পরিবার পাগলের মতো হয়ে গেছে।  চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here