খুলনার তেরখাদায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার হাড়িখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাড়িখালী মধ্যপাড়া এলাকার ইউপি সদস্য সরফরাজ শিকদার ফরহাদের দুই ছেলে শাহরিয়ার (৭) ও শায়েন (৪) খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।