পাথিরানা-থুশারা জুটি নিয়ে যা বললেন মালিঙ্গা

0

মাথিশা পাথিরানা এখন লঙ্কানদের জার্সিতে সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ। এমনকি দলটার পেস বিভাগের বড় দায়িত্ব তার কাঁধেই। আর নুয়ান থুসারাও ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে করেছেন হ্যাটট্রিক।

বোলিং অ্যাকশনের জন্য আগে থেকেই থুশারাকে ডাকা হয় ‘ক্লোন মালিঙ্গা’। সিরিজ নির্ধারনী ম্যাচে কাজটাও তেমনই করেছেন এই লঙ্কান পেসার। টাইগারদের ব্যাটিং লাইন আপকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন তিনি। যেখানে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছেন।

মালিঙ্গা বলেন, ‘নুয়ান থুশারার হ্যাটট্রিক ও চোখধাঁধানো পারফরম্যান্স নিশ্চয়ই বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত করে দিল পাথিরানার সঙ্গে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণগুলোর একটি হিসেবে দারুণভাবে গড়ে উঠছে আমাদের বোলিং আক্রমণ।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here