বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাকচিড়া বাজার সংলগ্ন এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ মে) দিবাগত রাতে কোষ্টগার্ড দক্ষিন জোনের অধীনস্থ পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাকিলের বাড়ি মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বুলাইতলার বান্ধবপাড়া গ্রামে। তার বাবার নাম মিঠু হাওলাদার। সোমবার (৮ মে) সকালে তাকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।