বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ আবু সুফিয়ান (২৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কোষ্ট গার্ড ক্যাম্পের প্রেস বিজ্ঞতিতে উল্লেখ করা হয়, সকালে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে আবু সুফিয়ানকে আটক করে।
আটকের পর তার দেহ তল্লাশি করে একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আবু সুফিয়ানের বাড়ি সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে। সে ঐ গ্রামের আব্দুল খালেকের ছেলে। আটককৃত আবু সুফিয়ানকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।