কক্সবাজারের কুতুবদিয়ার সাগর পাড়ে ট্রলার থেকে নেমে স্রোতের তোড়ে তলিয়ে যাওয়া এরফান (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের পিল্লার পাড়ার পশ্চিমে সাগর কূলে এ ঘটনা ঘটে। এরফান ওই উপজেলার লেমশীখালী ইউনিয়নের এ হক পাড়ার বাসিন্দা ইসমাইলের ছেলে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, এরফান নামে এক জেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।