অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন বলিউড অভিনেতা সানি দেওল। তার বাড়িও নাকি নিলামে ওঠার কথা ছিল। যদিও এক মাস বাড়তি সময় দিয়েছে ব্যাঙ্ক।
ব্যক্তি জীবনে ঝড় বয়ে গেলেও বক্স অফিসে কিন্তু তার সিনেমা গদার বাজিমাত করছে। লাভের অঙ্ক রোজ বেড়েই চলেছে। ‘গদার ২’ যেন বক্স অফিসে দমকা হাওয়ার মতো। মাত্র ১৭ দিনেই এই ছবি ৪৫০ কোটি টাকার ব্যবসা করেছে। এর আগে এত কম সময়ে ৪৫০ কোটি গণ্ডি পার করার নজির ছিল শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও রাজমৌলি পরিচালিত ‘বাহুবলী’-র। কিন্তু সেই নজির ভেঙে দিল সানির ছবি।