চার বছর আগে শাহরুখের ক্যারিয়ারে যেন ফ্লপের হিড়িক পড়ে গিয়েছিল। সেই সব হিসাব চুকিয়ে দিয়েছে ‘পাঠান’। ছবিটি নিয়ে শুরু থেকেই সিনেপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। মুক্তির পর সেই উদ্দীপনা আরও বেড়ে যায়, তার প্রমাণ মিলেছে বক্স অফিসের রিপোর্টে। ‘পাঠান’ প্রথম হিন্দি সিনেমা হিসেবে সব থেকে কম সময়ের মধ্যে ১০০০ কোটি রুপির গণ্ডি পার করেছে। টানা ৫০ দিন রমরমা চলেছে এই ছবি। এবার সেই ছবিকে তুলোধনা করলেন পাকিস্তানি অভিনেতা ইয়াসির হুসেন।
পাকিস্তানি এই অভিনেতা-সঞ্চালক ইয়াসিরের দাবি, “যদি আপনি মিশন ইম্পসিবল-১ দেখে থাকেন, তা হলেই বুঝবেন, শাহরুখ খানের ছবি ‘পাঠান’, একটি ভিডিও গেম ছাড়া আর কিছুই নয়। যার মধ্যে কোনও গল্প নেই।”
যদিও ‘পাঠান’-এর ছবির সাফল্য উদযাপন করতে একটি ১০ কোটি রুপি মূল্যের রোলস রয়েস কেনেন শাহরুখ। ভারতে যেসব মডেলের গাড়ি বিক্রি করে, তার মধ্যে শাহরুখের গাড়িটির দাম সব থেকে বেশি। ডেলিভারি নেওয়ার আগে গাড়িটি শাহরুখ নিজেও নাকি একবার চালিয়ে দেখেছেন। ইতোমধ্যেই মান্নাতে এসে পৌঁছেছে সেই গাড়ি।