পাঠান না এনে আমাকে দিয়ে পাঠান তৈরি করুন : জায়েদ খান

0

দেশে হিন্দি সিনেমার বিরোধিতা করে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। এবার তিনি প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়ে দেশের হলে হিন্দি ছবি না এনে দেশের নায়কদের নিয়ে ‘পাঠান’-এর মত ছবি তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ দেশে পাঠান আনার কি প্রয়োজন? তার চেয়ে পাঠান না এনে আমাকে বা আমাদেরকে দিয়ে পাঠানের মত তৈরি করুন। আমাদের দিয়ে বলিউডের ছবির মত ছবি বানান।’

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন জায়েদ খান। দেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে বলে মন্তব্য জায়েদ খানের। উদাহরণ টেনে তিনি বলেন, ‘পাঠান’ এলে ‘ওরা সাতজন’ নামে যে সিনেমাটি রিলিজ হলো সেটার অবস্থা কী হতো? কোনো হল পেত? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here