পাঠান টু’র চিত্রনাট্য মন জয় করেছে শাহরুখের

0

টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। এরপর থেকেই প্রতীক্ষা শুরু- কবে আসছে ‘পাঠান টু’! ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ছবিটির কাজ অনেকটাই এগিয়েছে। ইতোমধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত করেছেন আদিত্য চোপড়া। যা দেখে নাকি অনেক খুশি হয়েছেন এই ছবির মধ্যমণি শাহরুখ।

জানা গেছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই  নাকি ‘পাঠান টু’র চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য। সে হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে।

চিত্রনাট্যকার আদিত্য চেয়েছেন প্রথম ছবিটিকেও টেক্কা দিতে। তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য। এবং এই কাজে আগাগোড়া আদিত্য যোগাযোগ রেখেছিলেন শাহরুখের সঙ্গেও। এখন এই চিত্রনাট্যই মন জয় করেছে কিং খানের, সঙ্গে উত্তেজিতও তিনি।

তবে চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও ঠিক হয়নি ছবি পরিচালনা কে করবেন। ‘পাঠান’-এর পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এই মুহূর্তে ব্যস্ত ‘কিং’ নিয়ে। এপ্রিল মাস নাগাদ সেই ছবির শুটিং শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here