দীর্ঘ বিরতির পর শাহরুখ খান দারুণ কামব্যাক করেছেন ‘পাঠান’ ছবির সাফল্যের মধ্য দিয়ে। বক্স অফিসে ছবিটি হাজার কোটির মাইলস্টোন ছুঁয়েছে মাত্র এক মাসে। সফল এই ছবি থেকে শাহরুখ কত টাকা পেয়েছেন তা কৌতুহল তৈরি হয়েছে।
ভারতের বক্স অফিস সূত্র বলছে, দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর আয় ১০৫০ কোটি রুপি। যা থেকে নাকি যশরাজ ফিল্মসের প্রাপ্তি ৬০২ কোটি রুপি। ছবি তৈরির জন্য প্রায় ২৭০ কোটি রুপি খরচ হয়েছে। সুতরাং লভ্যাংশ মোট ৩৩৩ কোটি রুপি। বি-টাউনে গুঞ্জন, এই ৩৩৩ কোটি রুপির মধ্যে নাকি ৬০ শতাংশ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন শাহরুখ। সেই অনুযায়ী, নিজের কামব্যাক ছবি থেকে দু’শো কোটি টাকা আয় হিসেবে ঘরে নিয়ে গিয়েছেন বলিউড বাদশা।
সূত্র : সংবাদ প্রতিদিন।