বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ‘পাঠান’ মুক্তির পর ভারত ও বিশ্বজুড়ে ঝড় ওঠে। ‘জওয়ান’ সেই ঝড় হয়েছে আরো তীব্র।
গত ৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে বক্স অফিসে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত এই ছবি। মুক্তির দিন কয়েকের মধ্যেই বোঝা গিয়েছিল, বক্স অফিস ব্যবসার নিরিখে ‘পাঠান’কে অনায়াসে টেক্কা দিয়ে দেবে ‘জওয়ান’। হয়েছেও তাই। প্রেক্ষাগৃহে চলাকালীন মোট ৫৪৩ কোটি টাকা উপার্জন করেছিল ‘পাঠান’। সেখানে, মাত্র ১৮ দিনের মাথায় সেই অঙ্ক ছাড়িয়ে গেল ‘জওয়ান’। তৃতীয় সপ্তাহান্তের শেষে ‘জওয়ান’-এর ঝুলিতে মোট উপার্জন ৫৪৬ কোটি টাকা।
মুক্তির পর থেকেই ‘পাঠান’কে টেক্কা দেওয়ার এই ধারা বজায় রেখেছে ‘জওয়ান’। ১৮ দিনের মাথায় ‘পাঠান’-এর ‘লাইফটাইম’ উপার্জনকেই ছাড়িয়ে গেল চলতি বছরে শাহরুখের দ্বিতীয় ছবি। অন্য দিকে, দুনিয়াজোড়া বক্স অফিসেও ১০০০ কোটি ছুঁইছুঁই ‘জওয়ান’। বিশ্ব জুড়ে বক্স অফিস ব্যবসার নিরিখেও যে ‘পাঠান’কে খুব শীঘ্রই ছাড়িয়ে যাবে জওয়ান, তা নিঃসন্দেহে বলা যায়।