পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

0
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।  

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া এক নম্বর ঘাট পয়েন্ট থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী জানান, পদ্মার স্রোতে জেটি ভেসে যাওয়া এবং দুই নম্বর ঘাটও নদীতে বিলীন হয়ে যাওয়ায় বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল।  

তিনি আরও বলেন, গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মা নদীর স্রোতে যাত্রী ওঠানামার একটি জেটি নদী গর্ভে বিলীন হয়েছে যায় এবং বাকিটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে। ঘাট স্থানান্তর করার পর শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাম্পের গোড়া থেকে মাটি সড়ে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।  

শনিবার (৯ আগস্ট) সকালে পাটুরিয়ার বিআইডব্লিউটিএর এক নম্বর ঘাট লঞ্চ চলাচলের জন্য দেওয়া হলে ১৩ ঘণ্টা পর সীমিত পরিসরে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here