পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

0

কুয়াশার ঘনত্বের কারণে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং যাত্রী ও যানবাহন আনলোড করছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে বলেও জানান তিনি।  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here