কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় রিপন মিয়া (৪৫) নামে মোটরসাইকেল আরোহী একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিপন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা হলেন একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া (২২) ও আব্দুল আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫)।
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।